Sunday, September 20, 2020
রাজশাহীশিক্ষাঙ্গন

সীমিত পরিসরে খুলছে রাবি, ক্লাস পরীক্ষা বন্ধ

210views

সীমিত পরিসরে খুলছে রাবি, ক্লাস পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ইউজিসির নির্দেশনা অনুযায়ী ১৫ জুন থেকে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে রাজশাহী বিশ্বিবিদ্যালয় (রাবি) প্রশাসন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পহেলা জুন থেকে সীমিত পরিসরে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এই তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় ইউজিসির নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ জুন থেকে ক্যাম্পাস খোলার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়। পরে শনিবার জরুরী সিন্ডিকেট সভায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ১ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ খোলার সিদ্ধান্ত নেয়া হয়। অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান, এখনই হলসমূহ খোলা হবে না। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এর আগে, করোনা সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Response