Monday, October 26, 2020
উত্তরাঞ্চল

শিবগঞ্জে যুবককে আমগাছে বেঁধে নির্যাতন, দুই ভাই আটক

352views

শিবগঞ্জে যুবককে আমগাছে বেঁধে নির্যাতন, দুই ভাই আটক

শিবগঞ্জে যুবককে আমগাছে বেঁধে নির্যাতন, দুই ভাই আটকচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ভাটাটোলা গ্রামের শুকুদ্দি ইসলামের ছেলে সুবেদ আলীকে আম গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে নির্যাতনের এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিবগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে দুই ভাইকে আটক করেছে। আটককৃতরা হলো, উপজেলার চন্ডিপুর ভাটাটোলার লুৎফর হক ওরফে লুটুর ছেলে আবু বক্কর ওরফে বাখোর আলী (৫০) এবং রুবেল আলী (৩৫)। এনিয়ে নির্যাতনের শিকার সুবেদ আলীর মা রুমালী বেগম ঘটনার রাতেই শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে- বুধবার বিকেলে ভাটাটোলা এলাকার একটি আম বাগানে সুবেদ আলীসহ স্থানীয় বেশ কয়েকজন যুবক ফুটবল খেলছিল। এ সময় একই গ্রামের সাকার আলী, বাখোর আলী, এনামুল হক, কান্তু আলী, শান্ত আলী, রুবেলসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রের মুখে সুবেদকে জোর করে তুলে নিয়ে সাকার আলীর বাড়ির গলিতে থাকা একটি আম গাছে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শুরু করে। পরে খবর পেয়ে সুবেদ আলীর পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ প্রসঙ্গে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সহোদর দুই ভাইকে আটক করা হয়েছে। তবে তদন্ত করে তবেই দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Response