Tuesday, October 20, 2020
উত্তরাঞ্চল

শিবগঞ্জে আম ব্যবসায়ীর আত্মহত্যা

173views

শিবগঞ্জে আম ব্যবসায়ীর আত্মহত্যা

suicideনিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যাপক লোকসানের মুখে পড়ে এক আম ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন। মৃত ব্যবসায়ীর নাম দুলাল আলী (৪৫)। তিনি শিবগঞ্জ উপজেলার চাঁদপুর এলাকার মৃত রমজান আলীর ছেলে। শুক্রবার ভোর ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে রোববার সকালে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মৃত দুলালের ভাই সজীব আলী জানান, দুলাল আলী দীর্ঘদিন থেকে আমের ব্যবসা করে আসছিলেন। তবে বিগত ৪-৫ বছর থেকে ব্যবসায় লাভের মুখ দেখতে পাননি। এতে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। গত রোববার সকালে সবার অজান্তে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৬টার দিকে তিনি মারা যান। এব্যাপারে নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Response