Monday, October 26, 2020
রাজশাহী

লিটনকে ভোট দিলে নগরীর কোন ওয়ার্ড অবহেলিত থাকবে না : রেনী

204views

লিটনকে ভোট দিলে নগরীর কোন ওয়ার্ড অবহেলিত থাকবে না : রেনী

Renyনিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী বলেছেন,দলমত নির্বিশেষে রাজশাহী ও নিজ এলাকার উন্নয়নের প্রয়োজনে নৌকায় ভোট দিন নগরীর একটি ওয়ার্ডেরও বাসিন্দারা অবহেলিত থাকবে না। মঙ্গলবার সকালে নগরীর ১৭নং ওয়ার্ডের রায়পাড়া, পাবনা পাড়ার পৃথক পৃথক নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।

সমাজসেবী শাহীন আকতার রেনী আরো বলেন, গত পাঁচ বছরে বিএনপির মেয়রের কর্মকান্ডে অতিষ্ঠ নগরবাসী। যে ওয়ার্ডে যাচ্ছি সেই ওয়ার্ডে দেখছি জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল দশা, মশার উপদ্রব, বিদুতের খুটিতে লাইট নাই এছাড়াও বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে নগরবাসী। তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। আর এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হলে নৌকার প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন কে বিজয়ী করার অনুরোধ জানান । এসময় উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড পূর্ব আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সহ সভাপতি ইমান আলী প্রমুখ। অন্যদিকে, বিকেলে নগরীর ০৪ নং ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগে অংশ নেন সমাজসেবী শাহীন আকতার রেন। এসময় উপস্থিত ছিলেন নগর যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদা আকতার মিতু, ৪ ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ভারতী ঘোষ, নারী নেত্রী শিউলী সাহা শ্যমলী দাস প্রমুখ।

Leave a Response