Tuesday, October 20, 2020
টপ নিউজরাজশাহী

রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের সৌর বিদ্যুতের উদ্বোধন

293views

রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের সৌর বিদ্যুতের উদ্বোধন

রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের সৌর বিদ্যুতের উদ্বোধননিজস্ব প্রতিবেদক: রাজশাহী বক্ষব্যধি হাসপাতালের সৌর বিদুৎ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জাতীয় বক্ষব্যধি হাসপাতালে বিদ্যুতের উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এসময় উপস্থিত ছিলেন, বক্ষব্যধি হাসপাতালের মেডিকেল তত্ত্বাবধায়ক আমির হোসেন, সিনিয়র কনসাল্টেন মাসুদুর রহমান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিরা। হাসপাতালের ১২টি ওয়ার্ডের সৌর প্যানেলের মাধ্যমে ৪টি ওয়ার্ডের বিদ্যুৎ সরবারহের কাজ করবে। পাশাপাশি প্রসাশনিক ভবনসহ আরও ৩টি ওয়ার্ডে সৌর বিদুৎ এর ব্যবস্থা করে দেবার আশ্বান দেন তিনি।

Leave a Response