Monday, November 30, 2020
উত্তরাঞ্চলটপ নিউজরাজশাহীশিক্ষাঙ্গন

মেয়ে-জামাইকে নিয়োগ দিতে একি করলেন রাবির ভিসি!

1.35Kviews

মেয়ে-জামাইকে নিয়োগ দিতে একি করলেন রাবির ভিসি!

রাজশাহী সংবাদ ডেস্ক: নিজের মেয়েকে নিজ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিতে খুললেন নতুন বিভাগ। অতঃপর বিশ্ববিদ্যালয়ের নীতিমালা পরিবর্তন করে মেয়ে সানজানা সোবহানকে প্রভাষক পদে নিয়োগ দিলেন বাবা আবদুস সোবহান। এমনটিই অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের বিরুদ্ধে। খবর: জাগোনিউজ২৪ডটকম

জাগো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়ে সানজানা সোবহানকে নিয়োগ দিতে নিজেই ছুটে গিয়েছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে। মেধায় ঠাঁই মেলেনি। এরপর রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও মৌখিক পরীক্ষার দিন মেয়ের সঙ্গে গিয়েছিলেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মাধ্যমে সেখানকার ভিসিকে ম্যানেজ করার চেষ্টা করেন। তাতেও হালে পানি পাননি। একাডেমিক পজিশন (মেধা তালিকা) না থাকায় সানজানার চাকরি দিতে অপারগতা প্রকাশ করে ইসলামী ও রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এমন প্রচার রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে।

আরও অভিযোগ উঠেছে পরিবর্তিত নীতিমালার সুযোগে মেয়ের জামাই এটিএম সাহেদ পারভেজকেও নিয়োগ দেয়ার ব্যবস্থা করছেন উপাচার্য সোবহান। আগামী ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আইবিএ (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) প্রভাষক পদে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন সাহেদ পারভেজ। নীতিমালা পরিবর্তন করে নিজ মেয়েকে এভাবে নিয়োগ দেয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। 

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৫ সালের ২১ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৬২তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় যেকোনো বিভাগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় একাডেমিক মেধা তালিকায় ১ম থেকে ৭ম অবস্থানে থাকতে হবে। কিন্তু মার্কেটিং বিভাগ থেকে পাস করা সানজানা সোবহান ১ম থেকে ৭ম অবস্থানে তো দূরের কথা, ন্যূনতম মেধা তালিকাতেও অবস্থান করতে পারেননি।

গত বছরের ৩০ ডিসেম্বর ৪৭৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক নিয়োগের নীতিমালা থেকে একাডেমিক পজিশন (মেধা তালিকা) বাদ দেয়া হয়। আর তাতে করেই কপাল খুলে যায় সানজানার। ‘ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’নামের নতুন বিভাগ খুলে তাতে মেয়ের নিয়োগ সম্পন্ন করেন গত ৪ অক্টোবর। সংশ্লিষ্ট বিভাগের মেধা তালিকায় থাকা প্রার্থীরাও নিয়োগ থেকে বঞ্চিত হন।

খবরে প্রকাশ, অভিযোগ প্রসঙ্গে জানতে একাধিকবার রাবি ভিসি আবদুস সোবহানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এমনকি সাংবাদিক পরিচয় দিয়ে এসএমএস দিলেও ভিসির পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এরপর তার বাসার টেলিফোন নম্বরে কল দিলে উপাচার্যের মেয়ে সানজানা সোবহান রিসিভ করেন। তবে নীতিমালা পরিবর্তন করে নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কল কেটে দেন।

Leave a Response