Monday, October 26, 2020
রাজনীতি

মুসল্লীদের সঙ্গে লিটনের কুশল বিনিময়

206views

মুসল্লীদের সঙ্গে লিটনের কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার দারুলহাদীছ বিশ^বিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে মুসল্লী ও স্থানীয় মানুষদের সাথে কুশল বিনিময় করেছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি, সিটি নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার নওদাপাড়ার দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি, সিটি নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নামাজ শেষে সেখানে আগত মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর মসজিদের আশপাশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথেও কুশল বিনিময় করেন তিনি। এরপর নওদাপাড়া আল মারকাজুল ইসলামী সালাফী মাদ্রাসায় যান খায়রুজ্জামান লিটন। সেখানকার শিক্ষকদের কাছ থেকে মাদ্রাসার ব্যাপারে সার্বিক খোঁজখবর নেন তিনি।

Leave a Response