Saturday, October 24, 2020
বিনোদন

মায়ের সঙ্গে কথা বলেননি জাহ্নবী!

224views

মায়ের সঙ্গে কথা বলেননি জাহ্নবী!

বিনোদন ডেস্ক: জাহ্নবী কাপুরজাহ্নবী কাপুর ২০ জুলাই বলিউডে অভিষেক হচ্ছে জাহ্নবী কাপুরের। শশাঙ্ক খৈতানের ‘ধড়ক’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখছেন শ্রীদেবী-কন্যা। ছবির চূড়ান্ত প্রচারণা নিয়ে এখন তিনি দারুণ ব্যস্ত। ছবির নায়ক ঈশান খাট্টারের সঙ্গে সারা দেশ ঘুরে ঘুরে ‘ধড়ক’ ছবির প্রচারণা করছেন। জানা গেছে, জাহ্নবী যেখানেই যাচ্ছেন, সেখানেই আসছে তাঁর মায়ের প্রসঙ্গ। মাকে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তিনি। এমনকি একই প্রশ্ন বারবার শুনতে হচ্ছে। শ্রীদেবীকে ঘিরে ‘ধড়ক’ ছবির প্রচারণা পাচ্ছে ভিন্নমাত্রা। সম্প্রতি মুম্বাইয়ে ‘ধড়ক’ ছবির প্রচারণার সময় যথারীতি উঠে আসে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর প্রসঙ্গ। মায়ের কোন ছবি জাহ্নবীর প্রিয়? এ প্রশ্নের জবাবে জাহ্নবী বললেন, ‘“সদমা” দেখে মায়ের ওপর আমার খুব রাগ হয়েছিল। এমনকি তখন মায়ের সঙ্গে দুই দিন কোনো কথা বলিনি।’

জাহ্নবী কাপুর ও শ্রীদেবীজাহ্নবী কাপুর ও শ্রীদেবীএরপর জানালেন, শ্রীদেবী অভিনীত একাধিক ছবি জাহ্নবীর প্রিয়। কিন্তু তাঁর প্রিয় ছবির তালিকায় সবচেয়ে ওপরে ‘সদমা’। এ প্রসঙ্গে জাহ্নবী আরও বলেন, ‘আমি যখন “সদমা” দেখেছি, তখন আমার বয়স ১০ বছর। আর এই ছবি দেখার পর মায়ের সঙ্গে দুই দিন কথা বলা বন্ধ রেখেছিলাম। কারণ, ছবির শেষ দৃশ্যে মা কমল হাসানকে চিনতে পারেনি। আর এই বিষয়টা আমার খুব খারাপ লেগেছিল। এ ছাড়া “মিস্টার ইন্ডিয়া” আর “চালবাজ” আমার প্রিয় ছবি। “মম” এবং “ইংলিশ ভিংলিশ” ছবি দুটিও খুব পছন্দের।’ শ্রীদেবীর কোন ছবি একদম ভালো লাগেনি? জাহ্নবী বললেন, ‘মায়ের কান্নার সিনেমা আমার একদম পছন্দ নয়।’ জাহ্নবী আর ঈশান খাট্টার অভিনীত ‘ধড়ক’ ছবির দিকে তাকিয়ে আছে পুরো বিটাউন। এই ছবির সাফল্যের ওপর নির্ভর করছে নবাগত এই দুই তরুণের ভবিষ্যৎ।

Leave a Response