Saturday, October 24, 2020
বিনোদন

বৃষ্টির জন্য পিছিয়ে প্রভা

343views

বৃষ্টির জন্য পিছিয়ে প্রভা

বৃষ্টির জন্য পিছিয়ে প্রভাবিনোদন ডেস্ক: বৃষ্টির জন্য পিছিয়ে গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার প্রথম ছবি ‘রূপবতী’র শুটিং। এই ছবির গল্পটি আউট ডোরের। ফলে এই সময়ে বৃষ্টির কারণে ছবির শুটিং শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানালেন নির্মাতা অঞ্জন আইচ। তিনি আরো বলেন, বৃষ্টির মধ্যে এই ছবির শুটিং ভালোভাবে করা সম্ভব নয়। আমি চাই টানা শুটিংয়ের কাজ শেষ করতে। সেই জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে।

আগামী নভেম্বরের দিকে শুটিং শুরু করার পরিকল্পনা করছি। এদিকে প্রভা বলেন, আমি নিশ্চিত করে বলতে পারছি না কখন থেকে ছবির কাজ শুরু হবে। এখনো এই ছবির মহরতসহ অনেক কিছু বাকি আছে। সব কিছু ফাইনাল হলে আমি ছবিটি নিয়ে কথা বলবো। এই ছবিতে ছোট পর্দার এই অভিনেত্রী জুটি বাঁধবেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের সঙ্গে। এর আগে এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা ছিল নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ ছবিতে। কিন্তু বিভিন্ন কারণে সেটি হয়নি। গ্ল্যামারস এই মডেল-অভিনেত্রী এখন ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আসছে ঈদের একাধিক নাটকে তাকে দেখা যাবে বলে জানান তিনি। প্রভা বলেন, রমজানের ঈদের পরেই কোরবানির ঈদের ব্যস্ততা শুরু হয়। এরইমধ্যে ঈদের জন্য কয়েকটি নাটকের শুটিং শেষ করেছি। হাতে আরো কয়েকটি নাটকের স্ক্রিপ্ট আছে।

Leave a Response