Saturday, October 24, 2020
টপ নিউজসারাদেশ

বিজিবি মহাপরিচালকের ডিএমসি বিওপি পরিদর্শন

287views

বিজিবি মহাপরিচালকের ডিএমসি বিওপি পরিদর্শন

বিজিবি মহাপরিচালকের ডিএমসি বিওপি পরিদর্শনচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত সমূহে দায়িত্বরত ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ডিএমসি বিওপি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক। সোমবার রাত ৮টায় প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক সাজ্জাদ সরোয়ার জানান, বিজিবি’র সদর দপ্তর থেকে আগত মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম সোমবার দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অন্তর্গত ডিএমসি বিওপি পরিদর্শন করেন।

এ সময় তিনি বিওপি’র সম্মেলন কক্ষে সমসাময়িক সীমান্ত পরিস্থিতিসহ ডিএমসি বিওপির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন ও এখানকার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন। পরে মহাপরিচালক ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিজস্ব তহবিল থেকে ক্রয়কৃত নদীর চরে বালুতে চলাচলের উপযোগী ফোর হুইলার মোটরসাইকেল পরিদর্শন করেন। পরিদর্শণ অনুষ্ঠানে বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার ও রংপুর রিজিয়ন সদর দপ্তরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল আনোয়ার সাদাত আবু ফুয়াদ, অধিনায়ক লে. কর্ণেল শফিকুল ইসলাম, ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক, ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারসহ বিভিন্ন পদবীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ডিজি মহোদয়কে ডিএমসি বিওপিতে স্বাগত জানান এবং ডিজি বিওপিতে উপস্থিত সৈনিকদের সাথে মধ্যহ্নভোজে অংশগ্রহন করেন।

Leave a Response