Wednesday, October 28, 2020
বিনোদন

প্রস্তুত ফারিয়া

376views

প্রস্তুত ফারিয়া

nusrat farihaবিনোদন ডেস্ক: ঈদের পরের দিনেই কলকাতায় রওনা করেন এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। কারণ ভারতের নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘কলকাতা পুলিশ শো’ শীর্ষক অনুষ্ঠানে একটি সলো পারফরম্যান্সে অংশ নেন তিনি। নুসরাত ফারিয়া ভারত থেকে মুঠোফোনে বলেন, এ অনুষ্ঠানে আমার গাওয়া ‘পটাকা’ শিরোনামের গানে পারফর্ম করেছি। অনুষ্ঠান শেষে সকলের দারুণ প্রশংসা পেয়েছি। আমারো এখানে পারফর্ম করে বেশ ভালো লেগেছে। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

সবমিলে আমি বিষয়টি দারুণ উপভোগ করেছি। এদিকে ফারিয়া কলকাতা থেকে ফিরেই পয়লা সেপ্টেম্বর তার নতুন ছবি ‘শাহেনশাহ’ এর কাজ শুরু করবেন বলে জানান। তিনি নতুন এ ছবিটি নিয়ে বলেন, আমি এ ছবির জন্য পুরোপুরি প্রস্তুত। দেশে ফিরেই ছবির কস্টিউমসহ অন্য বিষয় নিয়ে পরিচালকের সঙ্গে বসবো। ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। এ ছবিতেও আমাকে দর্শকরা নতুনরূপে দেখতে পাবেন। স¤প্রতি শাপলা মিডিয়ার ব্যানারে ‘শাহেনশাহ’ ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে প্রথম চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। দেশের সবচেয়ে জনপ্রিয় এই নায়কের বিপরীতে এবারই প্রথম অভিনয় করবেন তিনি। এদিকে প্রথমবারের মতো শাকিবের বিপরীতে নায়িকা হয়ে ফারিয়াও ভীষণ উচ্ছ্বাসিত। উল্লেখ্য, এর আগে নুসরাত ফারিয়া অভিনীত বেশকিছু ছবি ঢাকা ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘আশিকি’, ‘হিরো ৪২০’, ধেৎতেরিকি’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস টু’, ‘বাদশা’, ‘ইন্সপেক্টর নটি.কে’। এসব ছবিতে তার বিপরীতে কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ, অঙ্কুশ, ওম এবং বাংলাদেশের আরিফিন শুভ অভিনয় করেন। তার অভিনীত বেশিরভাগ ছবিগুলো দর্শক প্রশংসিত হয়।

Leave a Response