Wednesday, October 21, 2020
খেলার মাঠে

প্রশংসার দাবিদার ফুটবলার নেইমারের আচরণ | রাজশাহী সংবাদ

284views

প্রশংসার দাবিদার ব্রাজিল ফুটবলার নেইমারের আচরণ | রাজশাহী সংবাদ

স্পোর্টস নিউজ: বিশ্বকাপে ফাউলকে অতিরঞ্জিত করার চেষ্টার জন্য সমালোচনা সইতে হয়েছে নেইমারকে। অথচ ব্রাজিল কোচ তিতে মনে করছেন, মাঠের আচরণের জন্য প্রশংসা করা উচিত তারকা এই ফরোয়ার্ডের।

নেইমারের আচরণরাশিয়া বিশ্বকাপে বারবার প্রতিপক্ষের কড়া ফাউলের শিকার হন পিএসজি ফরোয়ার্ড। অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিল শেষ আটে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে ছিটকে যায়। রেফারির সহানুভূতি পেতে নাটুকেপনা করায় ভীষণ সমালোচিত হন ২৬ বছর বয়সী এই তারকা। যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দল ঘোষণার জন্য ডাকা সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে তিতে বলেন, “নেইমার তার আচরণ, সেরে ওঠা ও শৃংখলার জন্য প্রশংসা পাওয়ার দাবিদার।” “আমার কখনোই নেইমারের সঙ্গে কোনো সমস্যা ছিল না। তার সঙ্গে কাজ করাটা খুব সহজ।” “আমার কাছে, নেইমার বিশ্বের সেরা তিনজন খেলোয়াড়ের একজন।”

Leave a Response