Tuesday, October 20, 2020
রাজশাহী

পাড়ায় পাড়ায় গড়ে উঠছে নির্বাচনী প্রচার অফিস

182views

পাড়ায় পাড়ায় গড়ে উঠছে নির্বাচনী প্রচার অফিস

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ শে জুলাই রাজশাহী সিটিকর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর প্রতি মহল্লায় গড়ে উঠছে নির্বাচনী অস্থায়ী কার্যালয়। এসব অস্থায়ী কার্যালয়গুলোর মাধ্যমে নির্বাচনী প্রার্থীগন তাদের প্রচারসহ ভোটারদের বিভিন্ন তথ্যসেবা দেয়ার উদ্দেশ্যে এসব কার্যালয় গুলো গড়ে তোলা হয়েছে।

নিবর্বাচনে অংশগ্রহণকারী মেয়র, মহিলা সংরক্ষিত কাউন্সিলপ্রর্থী এবং ওয়ার্ড কাউন্সিলর প্রর্থীগন তাদের প্রতীক পাওয়ার পর থেকেই প্রচারের জন্য মাঠে নেমে পড়েছেন তারা। এর পাশাপাশি নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে ওয়ার্ডের কাউন্সিলর প্রাথীরা নিজ নিজ ওয়ার্ডে এসব কার্যলয় গড়ে তুলতে শুরু করেছেন। কাউন্সিলর প্রর্থীদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, নির্বাচনের বিভিন্ন কার্যক্রম সহ প্রতীক প্রচারের জন্যই মুলত অস্থায়ী ভাবে এসব কার্যালয় গুলো তৈরী করা হচ্ছে। এখানে ভোটারদের তালিকা, ভোটকেন্দ্রসহ বিভিন্ন ধরনের তথ্য প্রদানের জন্য সকাল থেকে সন্ধ্যার পর্যন্ত সেবা প্রদান করবে বলে জানান।

Leave a Response