Monday, October 19, 2020
সারাদেশ

পাঠ্যপুস্তকে সড়কে নিরাপদ চলাচল বিষয় অন্তর্ভুক্তির দাবি

277views

পাঠ্যপুস্তকে সড়কে নিরাপদ চলাচল বিষয় অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক: ‘মানুষসহ সকল প্রাণের নিরাপত্তার নিশ্চিত হোক’ এই প্রত্যয়ে রাজশাহীর পবায় নিরাপদ সড়ক ও যোগাযোগ বিষয়ে সচেতনতামূলক আলোচনা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে পবার দর্শনপাড়া উচ্চ বিদ্যালয়ে বেসরকারী উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং স্কুলটির যৌথ উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় ২৫০ জন শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সচেতনতামূলক আলোচনায় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিতে যাত্রী হিসেবে নিজেদের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরেন। একইসাথে ছাত্র শিক্ষকরা আগামীতে জীবন ও প্রাণের হানি ঠেকাতে এবং প্রজন্মের মধ্যে এই জ্ঞান এবং অভিজ্ঞতা ছড়িয়ে দিতে পাঠ্যপুস্তকে সড়কে নিরাপদ চলাচল বিষয় অন্তর্ভুক্তির দাবি জানান।

দর্শনপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আ: বারি’র সঞ্চালনায় নিরাপদ সড়ক ও সকল প্রাণের নিরাপত্তা বিধানে সচেতনতামূলক বক্তব্য দেন প্রধান শিক্ষক শামসুল হক, বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আকাশ আলীসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

Leave a Response