Wednesday, October 28, 2020
টপ নিউজরাজশাহী

পদ্মা নতুন করে ফুঁসছে

362views

পদ্মা নতুন করে ফুঁসছে

আব্দুর রহিম: উজানের পানির কারনে হুহু করে বেড়ে চলেছে পদ্মার পানি। পদ্মার রাজশাহী পয়েন্টে পানি এখন বিপদসীমা ছুঁই ছুঁই করছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে পদ্মাপাড়ের নিম্ন এলাকাগুলো। চরাঞ্চলেরও নিচু এলাকার মানুষ চরম সংকটের মধ্যে পড়েছে। দুদিন পানি বাড়ার পরিমান কিছুটা কম থাকলে গত ২৪ ঘন্টাও আবারো পানি বৃদ্ধির গতি বেড়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পদ্মা নদীর পানি বেড়েছে সেন্টিমিটার।

গোটা বর্ষাকাল কেটে গেছে প্রায় বৃষ্টিহীন অবস্থায়। ফলে এবার তেমন পানি দেখা যায়নি বর্ষাকালে। পদ্মা নদীর পানিও তেমন একটা বাড়েনি। তবে, গেলো কয়েকদিনে পদ্মা যেন নতুন জীবন পেয়েছে। এখন ফুঁসে আছে পদ্মা। টইটুম্বুর করছে রাজশাহীর পদ্মা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজশাহীতে পদ্মা নদীতে গত প্রায় ১৫ দিন ধরে অব্যাহতভাবে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে রিতিমতো বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিদিন ৪-৫ সেন্টিমিটার হারে পানি বাড়ছে। এতে বন্যা আতঙ্ক দেখা দেখা দিয়েছে। আতঙ্কিত হয়ে উঠেছেন পদ্মাতীরবর্তি ও বিভিন্ন চরাঞ্চলের মানুষ। এরই মধ্যে রাজশাহীর পদ্মাতীরবর্তি নিচু এলাকাগুলো ডুবে গেছে। নগরীর শ্রীরামপুর থেকে পঞ্চবটির বিভিন্ন এলাকা ডুবে গেছে। এছাড়াও পদ্মার ওপারে সীমান্তবর্তি চরগুলোতেও দেখা দিয়েছে বন্যা। যদিও নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি। তবে এভাবে পানি বাড়তে থাকলে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে ধারণা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রাজশাহী পাউবোর গেজ রিডার এনামুল হক জানান, প্রতিদিনই পদ্মার পানি চার-পাঁচ সেন্টিমিটার করে বাড়তে থাকলেও গত দুইদিন পানি বাড়া বন্ধ ছিলো কিন্তু গত ২৪ ঘন্টায় আবারো পানি বাড়ছে। শনিবার সন্ধ্যায় পদ্মায় পানির পরিমাণ গিয়ে দাঁড়ায় ১৭ দশমিক ৩০ মিটার। এর আগে শুক্রবার দুপুর ১২টায় রাজশাহী নগরীর বড়কুঠি পয়েন্টে পদ্মার পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ২৬ মিটার। গত বৃহস্পতিবার ভোরে ছিল ১৭ দশমিক ২৪ মিটার। সন্ধ্যা ৬টায় ছিল ১৭ দশমিক ২২ মিটার। এনামুল হক জানান, রাজশাহী অঞ্চলে পদ্মার পানির বিপদসীমা ১৮ দশমিক ৫০ মিটার। এখন প্রতিদিন পানি বাড়ছে। এভাবে বাড়তে থাকলে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এবার ভরা বর্ষায় পদ্মার বুকে অধিকাংশ স্থানে চর দেখা গেলেও বর্ষা শেষে উজানের পানিতে এখন পদ্মা যেন ভরা যৌবন ফিরে পেয়েছে।

তিনি আরো জানান, ভারতীয় অংশে মহানন্দা নদীতে পানি বিপদসীমার মাত্র এক মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে আগামি ৭-৮ দিনের মধ্যে ভারতের মহানন্দা বিপদসীমা অতিক্রম করবে। তখন বাংলাদেশের পদ্মায়ও পানি আরো বাড়বে। এমনি বিপদসীমা অতিক্রম করে বন্যাও দেখা দিতে পারে।

Leave a Response