Thursday, October 22, 2020
উত্তরাঞ্চল

নাটোরে গ্রাম্য সালিশে সংঘর্ষ: আতঙ্কে বৃদ্ধের মৃত্যু

239views

নাটোরে গ্রাম্য সালিশে সংঘর্ষ: আতঙ্কে বৃদ্ধের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে মারামারির বিষয় নিষ্পত্তির জন্য ডাকা গ্রাম্য সালিশে পুনরায় সংঘর্ষ ঘটলে আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. জনাব আলী (৬৫) নামে এক বৃদ্ধ মুদি দোকানদারের মৃত্যু হয়েছে। সংঘর্ষে মহিলাসহ ছয় জন আহত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনাব আলী এ গ্রামের মৃত রজব আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আসমত আলী জানান, কুশমাইল গ্রামের মুদি বিক্রেতা মো. জনাব আলীর ভাতিজা মজিবুর রহমান ও ভাগিনা হযরত আলীর মধ্যে ২৯ শতাংশ জমি নিয়ে দ্বদ্বের জের ধরে কয়েকদিন আগে সংঘর্ষ ঘটে। এ বিষয়টি মিমাংসার জন্য গতকাল শুক্রবার সকালে মজিবুরের বাড়িতে সালিশ বসে। সালিশে তর্ক-বিতর্কের একপর্যায়ে তারা পুনরায় দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে মহিলাসহ ছয় জন আহত হন। খবর পেয়ে মো. জনাব আলী এগিয়ে গিয়ে মারামারি ও রক্তপাতের দৃশ্য দেখে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বড়াইগ্রাম থানার এসআই তহসেনুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

অজ্ঞান অবস্থায় তিনজনকে উদ্ধার: বড়াইগ্রামে সর্বস্ব লুটে নিয়ে অজ্ঞান অবস্থায় তিন জনকে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে আগ্রান বাজার এলাকা থেকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে সিরাজগঞ্জ জেলার কাজীপুর গ্রামের শাজাহান আলীর ছেলে হোসাইন আলী (৩০) ও নোয়াখালী জেলার হাতিয়ার গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবদুর রহিমের (২০) পরিচয় পেলে অপরজনের (৫৫) পরিচয় পাওয়া যায়নি। বড়াইগ্রাম হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ ডলি রাণী জানান, তাদের মধ্যে দুজনের কিছুটা জ্ঞান ফিরলেও একজনের এখনও ফেরেনি। তবে দু-একদিনের মধ্যে তারা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি। বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞান ব্যাক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সুস্থ হলে বিষয়টির সঠিক তথ্য পাওয়া যাবে।

Leave a Response