Saturday, October 24, 2020
উত্তরাঞ্চল

নাচোলে বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

187views

নাচোলে বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু

dead by electricityচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত গৃহবধূ নাচোল সদর ইউনিয়নের ইটলা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী শহিদা বেগম (৩২)।

নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পরিবারের তথ্যমতে শনিবার সন্ধ্যায় শহিদা বেগম তার নিজ বাড়িতে নিজস্ব অটো ভ্যান চার্জ দেয়ার জন্য বিদ্যুতের সাথে সংযোগ দিতে যান। এই সময় তিনি দুর্ঘটনার শিকার হন। তার পরিবার দ্রুত তাকে নাচোল হাসপাতালে নেয়ার চেষ্টা করে। পথিমধ্যে শহিদার জ্ঞান না থাকায় নাশিরাবাদ গুচ্ছ গ্রামে পল্লিচিকিৎসক স্বদেশ বর্মনের নিকট নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষনা করেন।

Leave a Response