Monday, October 26, 2020
বিনোদন

নতুন তথ্য ঐশ্বরিয়ার

223views

নতুন তথ্য ঐশ্বরিয়ার

বিনোদন ডেস্ক: আগামী ৩রা আগস্ট মুক্তি পাবে ঐশ্বরিয়ার ‘ফন্নে খান’ ছবিটি। গত মঙ্গলবার বেরিয়েছে টিজার। এই ছবিতে ১৭ বছর পর ঐশ্বরিয়া রাই বচ্চন আর অনিল কাপুরকে আবার একসঙ্গে দেখা যাবে। সম্প্রতি ‘ফন্নে খান’ ছবিকে ঘিরে এক নতুন তথ্য সামনে এসেছে। শোনা গেছে, ছবিটির গানের দৃশ্যের শুটিংয়ের সময় সাবেক এই বিশ্বসুন্দরী রেগে শুটিং ছেড়ে বেরিয়ে যান। তবে এই বলিউড সুন্দরীর রাগের কারণ জানা গেছে।

খবর অনুযায়ী, ‘ফন্নে খান’ ছবির একটি গানের দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল। শুটিংয়ের পুরো প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু গানের কথা শুনে ঐশ্বরিয়া রীতিমতো রেগে আগুন! তার একদমই পছন্দ হয়নি গানের কথা। কারণ, গানের কথাগুলো অশ্লীল। স্পষ্ট জানিয়ে দেন, এই গানের সঙ্গে তিনি শুট করবেন না। তাই শুটিং ছেড়ে চলে যান তিনি। এই ঘটনাকে আর বাড়তে দেননি ছবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভুল বুঝতে পারেন। ডাকা হয় গানের গীতিকারকে। নতুন করে গান লিখতে হবে। দ্রুত তৈরি হলো নতুন আরেকটি গান। গানের সুর দিয়েছেন ও সংগীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী। মিউজিক্যাল ড্রামাভিত্তিক এই ছবির পরিচালক অতুল মাঞ্জরেকার। ছবির গল্প বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে।

Leave a Response