Thursday, October 22, 2020
টপ নিউজরাজশাহী

নতুন এসিদের সাথে আরএমপি কমিশনারের মতবিনিময়

276views

নতুন এসিদের সাথে আরএমপি কমিশনারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচে উত্তীর্ণ পুলিশের নতুন সহকারী কমিশনারদের (এসি) সাথে মতবিনিময় করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আক্তার। শুক্রবার সকালে নগরীর পোস্টাল অ্যাকাডেমির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনার পুলিশের সাংগঠনিক কাঠামো, সাম্প্রতিক মাদক ও জঙ্গিবিরোধী কার্যক্রম, জাতিসংঘে পুলিশের অবদান, মুক্তিযুদ্ধে পুলিশের গৌবরময় ভূমিকা, জনকল্যাণমুখি পুলিশিং কার্যক্রমসহ নানা বিষয়ে বক্তব্য দেন।

এছাড়া বাংলাদেশের সার্বিক উন্নয়নের সকল ধরনের সরকারী ও বেসরকারী সকল ধরনের দপ্তরের সু-সম্বনয় ও পারস্পারিক সহযোগীতার উপর গুরুত্ব প্রদান করেন। এ সময় আরএমপি কমিশনার নতুন এসিদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

সভায় আরএমপির উপ-কমিশনার (ডিসি) হেমায়েতুল ইসলাম এবং সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম উপস্থিত ছিলেন।

Leave a Response