Thursday, October 22, 2020
টপ নিউজরাজশাহী

নগর পুলিশের অভিযানে জামায়াতকর্মীসহ আটক ৩৬

170views

নগর পুলিশের অভিযানে জামায়াতকর্মীসহ আটক ৩৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর পুলিশের অভিযানে জামায়াত কর্মীসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত নগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ৬ জন, রাজপাড়া থানা ৫ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৮ জন, কাটাখালি থানা ১ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ২ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে। যারমধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্য, ১ জন রাজনৈতিকসহ অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ডিবি পুলিশ অভিযান চালিয়ে আমিনুল ইসলাম বাবলু (৫৮) নামে এক জামায়াত কর্মীকে আটক করে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Response