Wednesday, October 28, 2020
টপ নিউজরাজনীতি

নগরীতে খায়রুজ্জামান লিটনের গণসংযোগ

213views

নগরীতে খায়রুজ্জামান লিটনের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চেয়ে নগরীর আরডিএ মার্কেটে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত, মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর আরডিএ মার্কেটে গণসংযোগ করেন তিনি। বেলা সাড়ে ১১টায় আরডিএ মার্কেটের প্রধান ফটকের সামনের দোকানগুলো থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত, মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর আরডিএ মার্কেটের ভেতরসহ আশপাশের বিভিন্ন দোকানে দোকানে যান, নগরীর উন্নয়নে নৌকায় মার্কায় ভোট চান লিটন। এ সময় ব্যবসায়ীরা খায়রুজ্জামান লিটনকে সমর্থন দেন, তাঁর পক্ষে ভোট চান এবং নৌকার বিজয়ের জন্যে কাজ করার অঙ্গীকার করেন।

ব্যবসায়ীরা জানান, গত পাঁচ বছর খায়রুজ্জামান লিটন মেয়র থাকলে নগরীর অর্থনীতিতে গতি সঞ্চার হতো, ব্যবসা-বাণিজ্যের প্রসার হতো, শিল্প কলকারখানা গড়ে উঠতো। কিন্তু বিএনপির মেয়র থাকার কারণে এসবের কিছুই হয়নি। নগরবাসী বুঝে গেছে, কাকে ভোট দিলে নগরীর উন্নয়ন হবে, কাকে ভোট দিলে মানুষ শান্তিতে থাকতে পারবে। তাই এখন সবার মুখে মুখে খায়রুজ্জামান লিটনের কথা। তিনিই এবার বিপুল ভোটে বিজয়ী হবেন। আরডিএ মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতির ফরিদ মামুদ হাসান বলেন, ‘আরডিএ মার্কেটের সব ব্যবসায়ী লিটনের জন্যে ঐক্যবদ্ধ। যে মানুষ নগরীর উন্নয়নে কোনো অবদান রাখতে পারেন না, ব্যবসায়ীদের পাশে দাঁড়ান না, তাকে এবার ব্যবসায়ীরা ভোট দেবেন না। আমরা ব্যবসায়ীরা দলমত নির্বিশেষে খায়রুজ্জামান লিটনকে ভোট দেবো।’ গণসংযোগের সময় এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে ছিলেন আরডিএ মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্য ফরাদ মাদুদ হাসান, ৯ং ওয়ার্ড কাউন্সিলর একেএম রাশেদুল হাসান তুরু, ব্যবসায়ী সমিতির সহসভাপতি জাহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রাজিব হাসান, সুলতান আহম্মেদ, এসএম গোলাম আওলিয়া ওলি, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাসান প্রমুখ।

Leave a Response