Thursday, October 22, 2020
উত্তরাঞ্চল

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

207views

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: নওগাঁয় সড়ক দুর্ঘটানয় মইনুল ইসলাম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। মইনুল নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা এলাকার নইমুদ্দীনের ছেলে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতে বাবা নইমুদ্দীন জানায়, মইনুল কাঠের ব্যাবসা করতেন। সেই ব্যবসার কাজেই বৃহস্পতিবর সকাল ৭টার দিকে ভুটভুটি যোগে নওগাঁ যাওয়ার পথে নওহাটা এলাকায় পেীঁছালে একটি ট্রাক পেছন থেকে ভুটভুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ভুটভুটি উল্টিয়ে চালকসহ মইনুল আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে মইনুলের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। এব্যাপারে নগীরর রাজপাড়া থানায় একটি অপমুত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Response