Thursday, October 22, 2020
উত্তরাঞ্চল

দেশ বদলাতে প্রয়োজন তারুণ্য শক্তি : ইমদাদুল হক মিলন

136views

দেশ বদলাতে প্রয়োজন তারুণ্য শক্তি : ইমদাদুল হক মিলন

চাঁপাইনবাগঞ্জ প্রতিনিধি: প্রখ্যাত লেখক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেছেন, ‘দেশের ইতিহাসে যা কিছু অর্জন আর গর্বের তার সাথে তরুনরাই জড়িয়ে আছে। লাখো শহীদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজ অনেক দূর এগিয়েছে। নিম্ন থেকে মধ্যম ও মধ্যম থেকে উন্নত আয়ের দেশে পরিনিত হয়েছে লাখো মা বোনের আত্মাহুতির বিনিময়ে অর্জিত প্রাণের বাংলাদেশ। আর বাকিটুকু বদলাতে তরুনরাই যথেষ্ট। কল্যাণকর কাজ তরুনদের দিয়ে হয়েছে। তাদের জাগরিত করতে হবে। যে কাজ করলে সমাজ ভেতর থেকে বদলায় সে কাজ করতে হবে।’

কালের কন্ঠ শুভ সংঘের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন শনিবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় হতাশা প্রকাশ করে তিনি বলেন, বর্তমান প্রজন্ম প্রথাগত পড়াশোনায় ভাল ফল লাভের জন্য তীব্র প্রতিযোগিতায় লিপ্ত। কিন্তু শুধুমাত্র জিপিএ দৌড় প্রতিযোগিতার মধ্যে দিয়ে জ্ঞানার্জণ সম্ভব নয় ও জীবনকে সুন্দর করা যায় না। পুঁথিগত পড়ার বাইরেও পড়তে হবে। খেলাধুলো ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। কিন্তু এখনকার শিক্ষার্থীদের সেই সময় নেই। শিক্ষার্থীদের এই অবস্থার জন্য সমাজ, পরিবেশ ও পরিস্থিতি দায়ী। কিন্তু এ অবস্থার পরিবর্তন করতে হবে। তিনি প্রয়াত সাহিত্যিক হুমায়ন আহমেদকে স্মরণ করে বলেন, আমরা বাংলাদেশের তরুনদের বইমুখী করেছিলাম। কিন্তু বর্তমানে বই এর চর্চা শুধুমাত্র একুশের বই মেলার মধ্যেই যেন সীমাবদ্ধ। কিন্তু কয়েক বছর পূর্বের অবস্থা এমন ছিলনা। আমি বিশ্বাস করি প্রিন্ট ম্যাটেরিয়ালের গুরুত্ব কখনই শেষ হবে না। হয়ত আঙ্গিক কিছুটা বদলাতে পারে। আর তাই শিক্ষক-অভিভাবকদের সজাগ হতে হবে। প্রকৃত শিক্ষার জন্য বই বিমুখতা দূর করতে হবে। অনুষ্ঠানে এ সময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন খান, স্থানীয় লেখক আজিজুর রহমান, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড.মায়হারুল ইসলাম তরু, সাংস্কৃতিক কর্মী মাহবুবুল আলম, ফাইজার রহমান মানি, সমাজকর্মী মুশফিকুর রহমান, হাসিব হোসেন।

Leave a Response