Tuesday, October 20, 2020
টপ নিউজরাজশাহী

চালককে অজ্ঞান করে অটো ছিনতাই

225views

চালককে অজ্ঞান করে অটো ছিনতাই

Snatchingনিজস্ব প্রতিবেদক: নগরীতে ব্যাটারী চলিত অটো রিক্সা চালককে অজ্ঞান করে অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা। চালকের নাম কামাল (১৪)। সে নগরীর মালদাহ কলনীর আব্দুল গুণর ছেলে। শুক্রবার সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা অজ্ঞান অবস্থায় নগরীর শহীদ কামারুজ্জামান চিড়িয়াখানার সামনে ফেলে রেখে গাড়িটি নিয়ে পালিয়েছে।

কামালের বাবা আব্দুল গনি জানান, শুক্রবার দুপুরের পরে কামাল তার অটো চালাতে বের হয়। সন্ধ্যার সময় প্রতিবেশী এক অটো চালক কামালকে শহীদ কামারুজ্জামান চিড়িয়াখানার সামনে পড়ে থাকতে দেখে বাসায় জানায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৬নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসক প্রথমীক ধারণ কাছে কামালকে কোনে চেতনানাশক দ্রব্য সেবন করানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১০টা পর্যন্ত কামাল অজ্ঞান অবস্থায় ছিল। এব্যাপারে সাধারণ ডায়েরীর প্রস্তুতি চলছে বলে জানায় কামালের ভাই জামাল।

Leave a Response