Thursday, October 22, 2020
রাজশাহী

গোদাগাড়ীতে শাশুড়ীর গোপন ভিডিও ধারন করায় জামাই আটক

185views

গোদাগাড়ীতে শাশুড়ীর গোপন ভিডিও ধারন করায় জামাই আটক

শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে নিজ শাশুড়ীর গোপন ভিডিও ধারন করার দায়ে জামাইকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। আটককৃত জামাই হলেন গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের রহমতপুর ধামিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নইমুদ্দীন আবু সাইদ (২৮)। ২৫ শে জুন সোমবার সন্ধ্যা ৭ টার দিকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয় সাইদকে। স্থানীয় সুত্রে জানা যায়,দেওপাড়া দামকুড়া বাজারে কম্পিউটারের মাধ্যমে গান ডাউনলোডের দোকান আছে। বেশীর ভাগ সময় শশুর বাড়ীতে থাকতো সাইদ। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বেশ কিছু দিন আগে থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মোবাইলে নিজ শাশুড়ীর খারাপ গোপন ভিডিও ধারন করে আসছিলো এই যুবক এবং সে ভিডিও গুলো একটি মেমোরি কার্ডে জমা করে রেখছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সন্দেহজনক ভাবে এই যুবককে আটক করে ,পরে জিজ্ঞাসাবাদ করে সত্যতা বের হয়ে আসে।  আটককৃত যুবকে পর্নগ্রাফি মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Leave a Response