Monday, October 19, 2020
রাজশাহী

গোদাগাড়ীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যুবক-যুবতী আটক

258views

গোদাগাড়ীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যুবক-যুবতী আটক

গোদাগাড়ীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যুবক-যুবতী আটকগোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ জাহানাবাদ এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যুবক-যুবতীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী । আটককৃতদের গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে, ভাড়াকৃত একটি তুলার দোকানে চাঁপাইনবাবগঞ্জ জেলার মনকষা গ্রামের এক অটোচালক ও গোদাগাড়ী উপজেলার চর আষাড়ীয়াদহ গ্রামের এক তরুনীকে নিয়ে দোকান ঘরের ভিতরে ঢুকে গেট লাগিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়। এই ঘটনা স্থানীয়দের নজরে আসলে তাদের হাতে নাতে আটক করে উত্তম মধ্যম দেন। পরে স্থানীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে যুবক-যুবতীকে আটক করেন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন প্রেমিক যুগলকে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছে।

Leave a Response