Wednesday, October 28, 2020
বিনোদন

গুজব নিয়ে যা বললেন নুসরাত

251views

গুজব নিয়ে যা বললেন নুসরাত

Nusrat Jahanবিনোদন ডেস্ক: নামী প্রযোজক শ্রীকান্ত মোহতার সঙ্গে প্রেমের গুঞ্জন কিংবা ধর্মান্তরিত হওয়ার রটনা, সবকিছু মিলিয়ে বিরক্ত নায়িকা। কথা হচ্ছে টলিপাড়ার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের সম্পর্কে। সম্প্রতি এসমস্ত বিষয় নিজের বিরক্তির কথা প্রকাশ করলেন এই নায়িকা। খানিকটা চটেছেনও বটে!

তিনি বলেন, আমি নাকি শ্রীকান্ত মোহতার সঙ্গে প্রেম করছি। এটা একদমই বানোয়াট আর হাস্যকর একটি খবর। আমি নাকি ধর্মান্তরিত হয়েছি, এমন খবরও অনেকে বলছেন। আমার বাড়িতে মন্দির আছে। তার মানে কি আমি মুসলমান নই? আমি সেক্যুলার। কোনো ধর্মকেই আঘাত দিই না। গোপনে বিয়ে করে সংসার করা প্রসঙ্গে নুসরাত বলেন, সম্পর্কে জড়ালে আমি সেটা গোপন করব না। দীর্ঘদিনের বয়ফ্রেন্ডকেই বিয়ে করবেন জানিয়ে তিনি বলেন, যারা বলে আমি বিবাহিত, তারা পারলে প্রমাণ দিন।

Leave a Response