Tuesday, October 20, 2020
টপ নিউজরাজশাহী

কর্মসংস্থান ও সামাজিক মর্যাদার দাবি হিজড়াদের

322views

কর্মসংস্থান ও সামাজিক মর্যাদার দাবি হিজড়াদের

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় স্বীকৃতি জুটলেও সমাজে হিজড়াদের এখনও গ্রহনযোগ্যতা নেই। কোন ক্ষেত্রেই আমাদের কর্মের ব্যবস্থা নেই। সামাজিকভাবে এখনো উপেক্ষিত হিজড়া জনগষ্ঠির সদস্যরা। নানান সংকটের স্বীকার হিজড়া সম্প্রদায়ের অনেকেই বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে। আমরা আমাদের সংগঠন থেকে চেষ্টা করি তাদের সঠিক দিকে আনতে। তবে তাদের তো আমরা কর্মের ব্যবস্থা করতে পারি না।

আমরা সাংবাদিক ভাই-বোনদের মাধ্যমে সরকারের কাছে আমাদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মের ব্যবস্থা করার অনুরোধ জানাই।” গতকাল রোববার নগরীর একটি রেস্টুরেন্টে অধিকার এখনই, এখানেই (রাইট হেয়ার রাইট নাও-আরএইচআরএন) প্রকল্পের আওতায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে হিজড়াদের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। তারা আরো বলেন, সমাজের সব ক্ষেত্রেই কিছু খারাপ লোক থাকে। আমাদের মাঝেও আছে। তাদের কর্ম দিয়ে আমাদের সবাই কে খারাপ বলা যাবে না।

সভায় উপস্থিত বক্তরা বলেন, হিজড়াদের জীবনমান উন্নয়নের আন্দোলনটা শুরু করতে হবে পরিবার থেকে। তারপর শিক্ষকদের ভূমিকা অত্যান্ত জরুরি। নিজেদের কাজের জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে এই সমাজেই। নিজ সামর্থের প্রেক্ষিতে নিজেকে উদ্যোগ গ্রহন করতে হবে। সমাজের মানুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারলেই হিজড়ারা মানবসম্পদে পরিণত হবে। এছাড়া হিজড়াদের জন্য শিক্ষার ব্যবস্থা, উপবৃত্তি প্রদান, তাদের কর্ম-দক্ষতা বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষনের ব্যবস্থা, অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো, পরিপূর্ণ অধিকার প্রদান, পাঠ্যপুস্তকে হিজড়াদের সম্পর্কে ধারণা, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময়, ছোট-ছোট অল্প পুজির ব্যবসা সহ এমপি, মেয়র, কমিশনারদের সাথে আলোচনা করে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ প্রদান করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বন্ধুর ডেপুটি ম্যানেজার এমএন্ডই আবুল বরকত, সিনিয়র পাবলিক অফিসার পাবলিক রিলেশন এন্ড কমিউনিকেশন রুহুল আমিন, অফিসার এডভোকেসি কমিউনিকেশন ফরিদ আহমেদ, মিডিয়া ফেলৌ আয়েশা অণু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মামুন-অর-রশিদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবীব অপু, সাংবাদিক রফিক আলম, হিজড়াদের নেতা সাগরিকা খান, জুলি, মোহনা প্রমুখ আলোচনায় অংশ নেন। মতবিনিময় সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হিজড়া নেতারাও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। কর্মসংস্থান না থাকাকে সব থেকে বড় সংকট হিসেবে তুলে ধরেন তারা।

Leave a Response