Saturday, November 21, 2020
শিক্ষাঙ্গনসারাদেশ

করোনাকালে মেসভাড়া মওকুফ চায় রাজশাহীর ছাত্র সমাজ

320views

করোনাকালে মেসভাড়া মওকুফ চায় রাজশাহীর ছাত্র সমাজ

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস পরিস্থিতিতে মেসভাড়া মওকুফ চান রাজশাহীর ছাত্র সমাজ। ভাড়া মওকুফসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদ। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে একই দাবিতে রাজশাহী সিটি মেয়র ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।

তাদের চার দফা দাবিগুলো হচ্ছে- সব মেস-বাসার এপ্রিল-জুন মাসের ভাড়া ৪০ শতাংশ মওকুফ, জুলাই মাস থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব মেস-বাসার ভাড়া সম্পূর্ণ মওকুফ, মেস-বাসা মালিকদের হয়রানি থেকে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের আবারও স্ব-স্ব মেস-বাসাতে থাকতে দেয়ার নিশ্চয়তা দেয়া।

কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে রাজশাহী সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্যপরিষদের আহ্বায়ক রাজু আহম্মেদ আপন ও যুগ্ম-আহ্বায়ক মির্জা মাফি কালামসহ অন্য শিক্ষার্থীরা তাদের দাবি পূরণের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।

Leave a Response