Wednesday, October 21, 2020
বিনোদন

এবার টমেটো বিক্রেতা অমিতাভ বচ্চন!

461views

এবার টমেটো বিক্রেতা অমিতাভ বচ্চন!

বিনোদন ডেস্ক: অমিতাভ বচ্চন টমেটো বিক্রি করছেন। তিনি খবরের কাগজও বিলি করছেন সাইকেলে করে। এই দু’টি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আবারও আলোড়ন তৈরি করেছেন বিগ-বি। এই ছবিগুলি ঠিক কীসের জন্য, তা খোলাসা করেননি তিনি। শুধু লিখেছেন, আজ টমেটো বিক্রি করলাম। সাইকেলে করে খবরের কাগজও বিলি করলাম। এটি তার নতুন সিনেমা বা কোনও বিজ্ঞাপনের ছবি কি না, তা নিয়ে জল্পনায় মেতেছেন বিগ-বি’র ভক্তকুল। কেউ কেউ জিজ্ঞাসা করছেন, এগুলি তার পরবর্তী ছবি ‘ঠগস অফ হিন্দুস্থান’-এর কি না।

এখনও সে উত্তর দেননি তিনি। তবে ছবিগুলি পোস্ট করে তিনি যে বার্তা দিয়েছেন, তা মন ছুঁয়ে গেছে অনেকের। অমিতাভ লিখেছেন, দাঁড়িপাল্লা ও সাইকেলের রূপ অনেকদিন পরে দেখলাম। আপনার ক্ষমতার বাইরে কখনও কিছু ভাববেন না। ভাই আমার, যে কোনও অবস্থা যে কোনও সময়ে আসতে পারে। মাটিতে পা রেখে চলার বার্তাই হয়তো দিতে চেয়েছেন এই অভিনেতা। যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার কথাই ধরা পড়েছে তার এই পোস্ট কপিটিতে।

Leave a Response