Thursday, October 22, 2020
বিনোদন

আসছে আসিফের ‘লুকোচুরি’

364views

আসছে আসিফের ‘লুকোচুরি’

বিনোদন ডেস্ক: গান নিয়ে এখন অনেক ব্যস্ত আসিফ আকবর। চলতি বছরে বেশ কিছু নতুন গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। আরো একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। গানের শিরোনাম ‘অনেক হলো লুকোচুরি’। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত করেছেন কলকাতার শ্রী প্রিতম। সম্প্রতি রাজধানীর পুবাইলে গানটির ভিডিওর শুটিং হয়েছে। গানটিতে আসিফ আকবরের সঙ্গে মডেল হয়েছেন প্রিয়াংকা জামান।

আসিফের সঙ্গে প্রথমবার গানে মডেল হয়ে উচ্ছ্বসিত প্রিয়াংকা। এই সময়ের পরিচিত এই মডেল আসিফ আকবরের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘সংগীত জগতের অনেক বড় তারকা আসিফ আকবর। তাঁর গানের মডেল হয়ে অনেক ভালো লাগছে। আসিফ ভাইয়া অনেক হেল্পফুল এবং ভালো মনের মানুষ। আশা করছি, তাঁর সঙ্গে গানের ভিডিওটি দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।ভিডিওটির মুক্তির অপেক্ষায় আছি।’ আসছে ১৬ জুলাই নিউভিশনবিডির ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও মুক্তি পাবে বলে জানান প্রিয়াংকা।

Leave a Response