Sunday, September 20, 2020
নারীবিনোদন

আবেদনময়ী নার্সের দরজায় রোগীদের ভিড়

366views

বিনোদন ডেস্ক: ২৫ বছর বয়স তার। পেশায় নার্স। কিন্তু এখনও তিনি টক্কর দিচ্ছেন বিশ্বের তাবড় সুন্দরীদের। ইউনিফর্ম পরে তিনি ছবি দিলে ইন্টারনেটে যেন বিস্ফোরণ ঘটছে। আর তার ক্লিনিকে বাড়ছে রোগীদের ভিড়।

নিং চেন পেশায় ডেন্টাল নার্স। এখন তিনিই বিশ্বের সব থেকে আবেদনময়ী নার্স। আর তার হাতে সেবা পেতে এখন ভিড় জমাচ্ছে রোগীরা।

চলতি বছরের শুরুতে তাইওয়ানের বাসিন্দা নিং চেন ডেন্টিস্ট চেন ড. মিন’র ক্লিনিকে কাজ শুরু করেন। তারপর ইউনিফর্ম পরা কিছু ছবি তিনি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই চেনের সৌন্দর্য নিয়ে হইচই পড়েছে।

মারিজা জেলকিক নামের এক মডেল-চিকিৎসক এর আগে সাড়া ফেলেছিলেন। অনেকে রোগের অজুহাতে তার কাছে সুশ্রুষা পেতে আসতেন। এবার একই অবস্থা হয়েছে চেন’র ক্ষেত্রে।

চেন অবশ্য বলেন, আমার বয়ফ্রেন্ড রয়েছে। ও আমাকে খুব ভালোবাসে। আমার তো এখনও বিশ্বাস হয় না যে আমিই বিশ্বের সব থেকে আবেদনময়ী নার্স। সবার ভালোবাসা পেয়ে আমি আপ্লুত।

Leave a Response