Thursday, October 22, 2020
রাজনীতি

অবশেষে মান ভাঙ্গলো নাদিমের

180views

অবশেষে মান ভাঙ্গলো নাদিমের

নিজস্ব প্রতিবেদক: অবশেষে মান ভেঙ্গেছে দুর্গাপুর-পঠিয়ার সাবেক এমপি নাদিম মোস্তাফার। হাইকমান্ড থেকে নির্দেশনা ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর দিকে তাকিয়ে নিজের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন নাদিম। মান ভাঙ্গার পর প্রথম তিনি শনিবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের প্রচারণায় অংশ নেন। এছাড়াও নিজেদের মধ্যে বৈরিতা ভুলে বুলবুলকে নির্বাচিত করতে মাঠে নেমেছেন রাজশাহীর হেভিওয়েট দুই নেতা সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও নাদিম মোস্তাফা।

জানা গেছে, শনিবার সকালে নগরীর ২৮নম্বর ওয়ার্ডের বাদুড়তলা এলাকায় বুলবুল গণসংযোগ করেন। তার গণসংযোগে প্রথম যোগ দেন সাবেক এমপি নাদিম মোস্তফা। গণসংযোগে সাবেক মেয়র মিনুও উপস্থিত ছিলেন। পরে তারা উভয়েই বুলবুলের সঙ্গে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত জনগণের মুখোমুখি মেয়র প্রার্থীরা অনুষ্ঠানে একসঙ্গেই যোগ দেন। এসময় দুজনকেই পাশাপাশি বসে থাকতে দেখা যায়। অনুষ্ঠানে পাশাপাশি মিনু-নাদিম নিজেদের মধ্যে খোস গল্পেও মেতে উঠেন। এর আগে স¤প্রতি নাদিমকে প্রচারণায় নামতে তার বাড়িতে যান মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। কিন্তু নাদিম মোস্তাফা তাকে ফিরিয়ে দেন। তবে শেষ পর্যন্ত শনিবার সকালে বুলবুলের পাশে দাঁড়ান নাদিম।

Leave a Response