Thursday, October 22, 2020
খেলার মাঠে

অজুহাত খোঁজার চেষ্টা করছি না

219views

অজুহাত খোঁজার চেষ্টা করছি না

স্পোর্টস ডেস্ক: অ্যান্টিগুয়া টেস্টে লজ্জার রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম এই টেস্টে ক্যারিবীয়দের সামনে দাঁড়াতেই পারেনি মুশফিক-মুমিনুল-মাহমুদউল্লাহরা। তবে এই দুঃদিনের মাঝেও একটি মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। টেস্টে ৪ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন এই টাইগার ওপেনার। কিন্তু যেহেতু দল হেরে গেছে ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে, তাই এ নিয়ে তেমন মাতামাতি হয়নি। তামিমের অর্জন ঢাকা পড়েছে দলের বিপর্যয়ে। অবশ্য ভয়াবহ সেই বিপর্যয় নিয়ে কোনও অজুহাত দাঁড় করাতে চান না তামিম ইকবাল।

এ প্রসঙ্গে দেশসেরা এই ওপেনার বলেন, ‘র‌্যাংকিংয়ে এগিয়ে থেকেও এমন হার সমর্থকদের মতো খেলোয়াড়দেরও হতভম্ব করেছে। অ্যান্টিগা টেস্ট আপনাদের জন্য যেমন শকিং ছিল আমাদের জন্যও সেইম শকিং ছিল। আমরা জানি যে আমরা এর থেকে অনেক ভালো দল। আমরা আসলে যে ধরণের পারফরম্যান্স করেছি সেটা কোনোভাবেই প্রত্যাশিত না।’ তামিম বলেন, ‘যে জিনিসটা দলের মধ্যে আছেৃআমরা কোনোভাবেই অজুহাত খোঁজার চেষ্টা করছি না। আমরা জানি যে আমাদের ভুলের কারণেই এই পারফরম্যান্সটা হয়েছে। আর এটা আশা করি আমরা সামনের টেস্ট ম্যাচে ভালো কিছু করার চেষ্টা করবো।’ ১২ জুলাই জ্যামাইকায় শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Leave a Response